শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
পুলিশের অভিযানে গাজীপুর থেকে চুরি হওয়া ১০,০৯০ পিস টি-শার্ট চট্টগ্রামে উদ্ধার কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর উদ্যোগে পাঞ ঞা জ্যোতি ভিক্ষু সংবর্ধিত  সিএমপি কমিশনারের প্রথম ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন ৮৪ জন সেবাপ্রত্যাশী আজ দেশে ফিরছেন লিবিয়ায় ‘বিপদগ্রস্ত’ ১৫৪ জন অভিবাসী পানছড়ির দূর্গম কচুছড়িতে ৩ বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ চট্টগ্রামের সীতাকুন্ড থানার হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মেধাবীদের হাতে থাকলে দেশ পথ হারাবে না আগামীর বাংলাদেশ রাজশাহীতে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল বাঁশিবাদকের

কুমিল্লায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক বাঁশিবাদকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন প্যাডবাদক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শনিবার ভোরে কুমিল্লা-নোয়খালী আঞ্চলিক মহাসড়কে জেলার লালমাই উপজেলার হরিশ্চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান লালমাই হাইওয়ে পুলিশ ক্রসিং ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী।

নিহত বাঁশিবাদক মনির হোসেন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার ভাড়া বাসায় থাকবেন। আহত প্যাডবাদকের নাম বোরহান উদ্দিন। তাঁর বাড়ি জেলার দেবিদ্বার উপজেলায়। মনির ও বোরহান দুজনই ‘দ্য কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লার সদস্য।

সংগঠনটির সাধারণ সম্পাদক কিশোর কান্তি দে বলেন, শনিবার ভোর সাড়ে চারটার দিকে তারা লাকসামের একটি অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলে করে কুমিল্লায় ফিরছিলেন। হরিশ্চর এলাকায় এলে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মনির হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা বোরহানকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সংগঠনের সদস্য রাসেল দেওয়ান বলেন, মনির ভাই দারুণ বাঁশি বাজাতেন। শো মাতিয়ে রাখতে পারতেন তিনি। কিন্তু তিনি এভাবে চলে যাবেন, ভাবতেও পারিনি।

হাইওয়ে পুলিশের পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দু’জনকে হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে একজন মারা গেছেন বলে জানতে পেরেছি। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com