কুমিল্লায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক বাঁশিবাদকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন প্যাডবাদক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আজ শনিবার ভোরে কুমিল্লা-নোয়খালী আঞ্চলিক মহাসড়কে জেলার লালমাই উপজেলার হরিশ্চর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান লালমাই হাইওয়ে পুলিশ ক্রসিং ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী।
নিহত বাঁশিবাদক মনির হোসেন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার ভাড়া বাসায় থাকবেন। আহত প্যাডবাদকের নাম বোরহান উদ্দিন। তাঁর বাড়ি জেলার দেবিদ্বার উপজেলায়। মনির ও বোরহান দুজনই 'দ্য কালচারাল ফাউন্ডেশন অব কুমিল্লার সদস্য।
সংগঠনটির সাধারণ সম্পাদক কিশোর কান্তি দে বলেন, শনিবার ভোর সাড়ে চারটার দিকে তারা লাকসামের একটি অনুষ্ঠান শেষ করে মোটরসাইকেলে করে কুমিল্লায় ফিরছিলেন। হরিশ্চর এলাকায় এলে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মনির হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা বোরহানকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সংগঠনের সদস্য রাসেল দেওয়ান বলেন, মনির ভাই দারুণ বাঁশি বাজাতেন। শো মাতিয়ে রাখতে পারতেন তিনি। কিন্তু তিনি এভাবে চলে যাবেন, ভাবতেও পারিনি।
হাইওয়ে পুলিশের পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দু’জনকে হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে একজন মারা গেছেন বলে জানতে পেরেছি। বাসটি শনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF