কোরবানি পশুর মাংস কাটার কাজে লাগে কাঠের গুড়ি। কোরবানির কাছাকাছি সময় গুলোতে বিভিন্ন মাপের বিভিন্ন দামে বিক্রি হচ্ছে কাঠের গুড়ি। এই কাঠের গুড়িগুলো ২০০ টাকা থেকে শুরু করে ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
নগরীর শালবাগান বাজারে কাঠের গুড়ি, ছুরি, চাপাতি, দা, খেজুরের পাটিসহ অন্য সব প্রয়োজনীয় জিনিস বিক্রি করছেন মাসুদ রানা।শেষ প্রস্তুতি হিসেবে অনেকেই কোরবানির সংক্রান্ত ছুরি ও কাঠের গুড়ি কিনছেন।
ক্রেতা সাইফুল ইসলাম জানান, বিক্রেতারা কাঠের গুড়ির দাম বেশি ধরছেন। ২৫ টাকা কেজিতে কাঠের গুড়ি বিক্রি হচ্ছে। একটা ভালো মাপের কাঠের গুড়ি কিনতে সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা লাগবে। গত বছরের চেয়ে এবছর কাঠের গুড়ির দাম বেশি রাখছে বিক্রেতারা।
বিক্রেতা মাসুদ রানা আরো বলেন, সাধারনত কাঠের মধ্যে তেঁতুল গাছের কাঠ অত্যন্ত শক্ত ও মজবুত। তাই তেঁতুল কাঠের চাহিদা বেশি। গত কয়েকদিনের তুলনায় কাঠের গুড়ি ভালোই বিক্রি হচ্ছে।