বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ অপরাহ্ন
ভোলা সদর উপজেলায় ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ৩টিতে স্বতন্ত্র (বিদ্রোহী) এবং ৯টিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রাজাপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে রেজাউল হক মিঠু চৌধুরী, ভেদুরিয়ায় আনারস প্রতীকে মোস্তফা কামাল, পূর্ব ইলিশা ইউনিয়নে আনারস প্রতীকে আনোয়ার হোসেন ছোটন, ভেলুমিয়ায় নৌকা প্রতীকে আব্দুস ছালাম মাস্টার, পশ্চিম ইলিশায় নৌকা প্রতীকে জহিরুল ইসলাম, ধনিয়ায় নৌকা প্রতীকে এমদাদুল ইসলাম কবির, শিবপুরে নৌকা প্রতীকে জসিম উদ্দিন, চরসামাইয়ায় নৌকা প্রতীকে মহিউদ্দিন মাতাব্বর, আলীনগরে বশির আহমেদ, উত্তর দিঘলদীতে লিয়াকত হোসেন মনসুর, দক্ষিণ দিঘলদীতে ইফতারুল ইসলাম স্বপন এবং বাপ্তা ইউনিয়নে ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।