বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
ঝালকাঠির রাজাপুরে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও আওয়ামী যুবলীগের বিক্ষোভ সমাবেশকে ঘিরে উপজেলা আওয়ামী যুবলীগ , ছাত্রলীগ এবং বিএনপির মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
বিকাল ৩ টায় রাজাপুর বাইপাস মোড় সংলগ্নে উপজেলা বিএনপির প্রধান কার্যলয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি,অপরদিকে বিএনপির কার্যলয়ের ৫০ গজের মধ্যেই প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদেউপজেলা আওয়ামী যুবলীগ এক বিক্ষোভ সমাবেশের আয়োজনে করে।
এ নিয়ে দুপুরথেকেই ছাত্রলীগ ও যুবলীগ এবং বিএনপির নেতা কর্মীদের মধ্যে শুরু হয় দাওয়া পাল্টা দাওয়া। আইন শৃংখলা বাহিনীর সাথে উভয় পক্ষের নেতাকর্মীরা আলোচনা করেবিএনপি তাদের কার্যলয় থেকে বেড়িয়ে যায় সম্মেলন করবে না বলে।
এর পরেই উপজেলার বাগড়ি এলাকায় ছাত্রলীগ,যুবলীগ এবং বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এতে রাজাপুর থানার এসআই মামুনসহ উভয় পক্ষের কয়েকজন জন আহত হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ উভয়কে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
পরবর্তীতে উপজেলার উত্তর বাঘড়ী এলাকায় বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন করেন। এ অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.বিলকিস জাহান শিরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।