রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিকআপের চাপায় অটোরিকসার ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার ( ৭ মে) রাত ১০টায় হবিগঞ্জ সড়কের সুরমাভ্যালী এলাকায় একটি পিকআপ অটোরিকসাকে ধাক্কা দিলে অটোরিকসার ৩ যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের নিয়ে যায়। আহতরা হলেন সিতা মালাকার (৪৫) তার মেয়ে বৃষ্টি মালাকার (২১) ও অটোরিকসার চালক ছালাম মিয়া (৩৫)। এর মধ্যে সিতা মালাকারের অবস্থা গুরুতর হওয়ায় শ্রীমঙ্গল হাসসপাতাল থেকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয় বলে শ্রীমঙ্গল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান।