শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
টাঙ্গাইলের মির্জাপুরে বৃষ্টির পানির নিকাশ নিয়ে এক বৃদ্ধকে ‘গলাটিপে’ হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।
উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া মাঝিপাড়া গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে মির্জাপুর থানার এসআই মোশারফ হোসেন জানান।নিহত সাধন রাজবংশী (৬২) ওই এলাকার বাসিন্দা।
এ বিষয়ে নিহতের ছেলে রিপন রাজবংশী বলেন, সুশীল পাল তাদের প্রতিবেশী। বুধবার সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি হলে সুশীলের চাল ও বাড়ির পানি তাদের [রিপন] বাড়ির ভেতরে দিয়ে প্রবাহিত হয়। এতে তাদের ঘরের মাটির মেঝে ভেঙে যায়।
রিপন বলেন, তিনি ও তার বাবা বৃহস্পতিবার সকালে সুশীলকে ডেকে বিষয়টি দেখানোর সময় দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। তখন তিনি (রিপন) গ্রামের লোকজন ডাকতে যান।
“এদিকে বাকবিতণ্ডার এক পর্যায়ে সুশীলের ছেলে অরি পাল এসে আমার বাবার গলা চেপে ধরে। এ সময় আশপাশের লোকজন ছাড়ানোর চেষ্টা করলেও বাবা মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।”
এ বিষয়ে দুপুরে রিপন মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে বহুরিয়া ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আব্দুস সামাদ সিকদার ঘটনাস্থলে গিয়েছেন জানিয়ে বলেন, “সাধন রাজবংশীকে গলা টিপে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বৃষ্টির পানি গড়ানো নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে অরি ধাক্কা দিলে সাধনের মৃত্যু হয় বলে পরিবারের লোকজন অভিযোগ করেছেন।