বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চারঘাটে ডিবি পুলিশের অভিযানে ২৫৯ বোতল ফেনসিডিলসহ পিতা ও পুত্র গ্রেপ্তার তানোরে শিক্ষকের অবহেলায় শিক্ষার্থীর পা-ভাঙলো চট্টগ্রাম নগরীতে আ.লীগ-ছাত্রলীগের ৪৬ নেতাকর্মী আটক সিএমপি কমিশনার মহাদয়ের নেতৃত্বে থানা পুলিশ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় বিএনপির আনন্দ মিছিল দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির মৃত্যু রাজশাহী ক্যাডেটে চান্স পাওয়া ১৩ শিক্ষার্থীকে কৃতি সম্বর্ধনা দিলেন টাঙ্গাইল ক্যাডেট কোচিং তানোরে ঘুষের টাকা নিতে গিয়ে জনগণের হাতে আটক তহশিলদার গোদাগাড়ীতে মাটি সিন্ডিকেটের চালকে এক লাখ টাকা অর্থদন্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৭ কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চেয়ে চিঠি

নরসিংদী জেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন

নরসিংদী জেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২২ সোমবার (২৫ এপ্রিল) সম্পন্ন হয়েছে। জেলা সদরে প্রতিষ্ঠিত ব্রাহ্মন্ধী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন স্তরে পাঁচটি বিষয়ে সেরা ১৫ জন বিজয়ীর মধ্যে পুরস্কার ও প্রাইজ মানি বিতরণ করেন।

পুরস্কার প্রাপ্ত বিজয়ীরা হলো, গণিত ও কম্পিউটার বিষয়: ৬ষ্ঠ থেকে ৮ম সমপর্যায়ে প্রথম স্থান অধিকার করে নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী কনীনিকা দাস, ৯ম থেকে ১০ম সমপর্যায়ে প্রথম স্থান অধিকার করেন পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মায়িশা অতকিয়া এবং একাদশ থেকে দ্বাদশ সমপর্যায়ে প্রথম স্থান অধিকার করে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থী তীর্থ মনন দাস।

ভাষা ও সাহিত্য বিষয়: সপ্তম থেকে অষ্টম সমপর্যায়ে ১ম স্থান অধিকার করে এন কে এম হাইস্কুল এন্ড হোম্স এর ৮ম শ্রেণির শিক্ষার্থী রাইসা রশিদ, ৯ম থেকে ১০ম সমপর্যায়ে প্রথম স্থান অধিকার করে পলাশের জনতা আদর্শ বিদ্যাপিঠ এর শিক্ষার্থী মাইশা খান এবং একাদশ থেকে দ্বাদশ সমপর্যায়ে প্রথম স্থান অধিকার করে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থী তাওসিফ।

দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান বিষয়: ৬ষ্ঠ থেকে ৮ম সমপর্যায়ে প্রথম স্থান অধিকার করে সাটিরপাড়া কালিকুমার ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ, ৯ম থেকে ১০ম সমপর্যায়ে প্রথম স্থান অধিকার করে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মো: মাহফুজুর রহমান (আরিফ), এবং একাদশ থেকে দ্বাদশ সমপর্যায়ে প্রথম স্থান অধিকার করে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থী হোমায়রা মুরশিদ আদিবা।

বাংলাদেশ স্টাডিজ বিষয়: ৬ষ্ঠ থেকে ৮ম সমপর্যায়ে প্রথম স্থান অধিকার করে এন কে এম হাইস্কুল এন্ড হোমস্ এর শিক্ষার্থী তাহসিনা হক প্রাপ্তি, ৯ম থেকে ১০ম সমপর্যায়ে প্রথম স্থান অধিকার করে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসিনিয়া জামান মুফিজ এবং একাদশ থেকে দ্বাদশ সমপর্যায়ে প্রথম স্থান অধিকার করে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রোহেনা আক্তার।

বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ (শুধুমাত্র প্রতিবন্ধী/অটিস্টিক শিক্ষার্থীদের জন্য): ৬ষ্ঠ থেকে ৮ম সমপর্যায়ে প্রথম স্থান অধিকার করে কারারচর মৌলভী তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো: শাওন মিয়া, ৯ম থেকে ১০ম সমপর্যায়ে প্রথম স্থান অধিকার করে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অনিক হরিজন এবং একাদশ থেকে দ্বাদশ সমপর্যায়ে প্রথম স্থান অধিকার করে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নূরজাহান আক্তার নূহা।

প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু পুথিগত বিদ্যা নয়, পাঠশালার নির্ধারিত পুস্তকের বাইরেও তোমাদেরকে অন্যান্য ম্যাগাজিন, পত্রিকা, রেডিও, টেলিভিশন ও পারিপার্শ্বিক বাস্তবতা থেকে জ্ঞান অর্জন করতে হবে। তাহলেই তোমরা অভীষ্ঠ লক্ষ্যে পৌছতে পারবে। এব্যাপারে তিনি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি আরো বলেন, এ জন্যই গুণীজনরা বলে গেছেন, ‘পুথিগত বিদ্যা আর হস্তগত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মো: আবদুল্লাহ আল জাকী, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া ও নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।

ব্রাহ্মন্ধী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কারপূর্ব আলোচনা সভায়

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিজয়ী শিক্ষার্থী মো: শাওন মিয়া, জনতা আদর্শ বিদ্যাপীঠের শিক্ষার্থী মাইশা জান্নাত ও সরকারী আদিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রহিমা আক্তার।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্রাহ্মন্দী গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক আক্তার জাহান পপি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com