বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
সীমান্তবর্তী লালমনিরহাটে আদিতমারী উপজেলার কুমড়ীরহাট থেকে হাজিগঞ্জ চৌপতি পর্যন্ত পাকা রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে যানবহন চলাচল অনুপযোগী হয়ে পড়ায় গত চার মাস পূর্বে পাকা রাস্তাটি পূর্ণ সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করেন আদিতমারী উপজেলা এলজিইডি প্রকৌশলী অধিদপ্তর ।
সংশ্লিষ্ট ঠিকাদার টেন্ডারের মাধ্যমে প্রায় তিন কিলোমিটার রিপেয়ারিং এর কাজ ঠিকাদার এর মাধ্যমে শুরু করে আদিতমারী উপজেলা এলজিইডি অধিদপ্তর । দীর্ঘ দুই মাস ধরে রাস্তার পূর্ণ সংস্কারের কাজ রাতের আধারে করে যাচ্ছে। রাতে আঁধারে কাজ করার সময় উপজেলা এলজিইডি থেকে কোন দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা উপস্থিত না থেকেই চালিয়ে যাচ্ছে রাস্তা সংস্কারের কাজ । আদিতমারী উপজেলার এলজিইডি অফিসের কোনো তদারকি না করা সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে আঁতাত করে যোগসাজশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিম্নমানের বিটুমিন ও নিম্নমানের পাথর ব্যবহার করে দায়সারা কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে এলাকাবাসী। উক্ত রাস্তায় নিম্নমানের বিটুমিন ব্যবহার করায় অধিকাংশ রিপারিংও নিম্নমানের পাথর একদিন যেতে না যেতেই উঠে যাচ্ছে । বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছে এলাকাবাসী ।
এ ব্যাপারে আদিতমারী উপজেলা এলজিইডি প্রকৌশলী অধিদপ্তরের যোগাযোগ করার চেষ্টা করা হলেও বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে রাজি হয়নি ।