বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
মৌলভীবাজার সড়ক দূর্ঘটনায় এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। নিহত ছাত্রদল নেতা জেলা ছাত্রদলের সহ- সাধারণ সম্পাদক ছিলেন। তার নাম রুমেল আহমদ। সে সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিঢনের বলিয়ারভাগ গ্রামে মাসুদ মিয়ার ছেলে।
বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এম সাইফুর সড়কের (পুরাতন থানার) সম্মুখে এ ঘটনাটি ঘটে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শহরের এম সাইফুর রহমান সড়কের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে যাবার পথে পুরাতন থানার সম্মুখে একটি প্রাইভেট কারের সাথে তার মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এসময় সাইকেলে থাকা রুমেল আহমদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত খবর শুনেছি তবে এখনোও থানায় কেউ কোনো অভিযোগ করেনি।