শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হুইল চেয়ার ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্টিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে এ প্রীতি ম্যাচ অনুষ্টিত হয়।
গতকাল (২৯ মার্চ) মঙ্গলবার স্থানীয় উপজেলা পরিষদ মাঠে অনুষ্টিত হুইল চেয়ার ক্রিকেট ম্যাচে ময়মনসিংহ হুইল চেয়ার ক্রিকেট টিম ও শ্রীমঙ্গল হুইল চেয়ার ক্রিকেট টিমের মধ্যে খেলা অনুষ্টিত হয়।
খেলায় শ্রীমঙ্গল উপজেলা হুইল চেয়ার ক্রিকেট টিম ময়মনসিংহ হুইল চেয়ার ক্রিকেট টিমকে ২০ রানে পরাজিত করে করে। বিজয়ী শ্রীমঙ্গল হুইল চেয়ার ক্রিকেট টিমের হাতে পুরস্কার তোলে দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রসিদ তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মিলন দাশগুপ্ত, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর উপস্থিত ছিলেন।