শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দোকানের ভিতর থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করা হয়েছে।গতকাল (২৭ মার্চ) রবিবার রাত ৯টায় হবিগঞ্জ রোড প্রয়োজন ভেরাইটিজ ষ্টোর এর দুতলায় একটি বিষাক্ত সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন দোকানের মালিক।
পরে শ্রীমঙ্গল্স্থ কাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ওই দোকানে গিয়ে সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন।
পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা সাপটি প্রকৃত নাম ঘরগিন্নি। আগামী কাল সাপটি আবাসস্থলে অবমুক্ত করা হবে।