শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সীমান্ত সুরক্ষা ও আসন্ন নির্বাচন নির্বিঘ্ন রাখতে বিজিবির কঠোর নজরদারি মণিরামপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল জাতীয় শিক্ষা সপ্তাহে আদিনা সরকারি কলেজ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রচারণা  নেত্রকোনায় যোগদানের পর থেকেই একের পর এক অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করছেন – পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম  নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার মৃত্যু তীব্র শীতকালীন ঝড় ও ঠান্ডায় বিপর্যস্ত গাজা: শিশুসহ অন্তত ৮ ফিলিস্তিনি নিহত

২৯ জানুয়ারি থেকে ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, ভারতের আকাশসীমা ব্যবহারে সম্মতি

আন্তর্জাতিক ডেক্স:

দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–করাচি ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে ইতিবাচক সংকেত দিয়েছে ভারত।

শুক্রবার (৯ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিদ্যমান বিমান পরিষেবা চুক্তির আওতায় বাংলাদেশের আবেদনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ভারতের এই অবস্থানকে ঢাকা–করাচি রুটে সরাসরি ফ্লাইট চালুর পথে বড় অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে জানায়, প্রাথমিক পর্যায়ে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার বোয়িং উড়োজাহাজ দিয়ে এই রুটে ফ্লাইট চলবে। ভারতের আকাশসীমা ব্যবহারের অনুমতি পাওয়ায় ফ্লাইটের সময় ও পরিচালন ব্যয় উভয়ই সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

বিমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৮টায় ছেড়ে করাচিতে পৌঁছাবে রাত ১১টায়। ফিরতি পথে করাচি থেকে রাত ১২টায় ছেড়ে ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে ফ্লাইটটি।

নতুন এই রুট চালুর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং পারস্পরিক যোগাযোগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে পারিবারিক ও চিকিৎসাসহ নানা প্রয়োজনে নিয়মিত যাতায়াতকারীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে।

বিশ্লেষকদের মতে, সরাসরি ফ্লাইট চালুর ক্ষেত্রে ভারতের আকাশসীমা ব্যবহার ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিমান পরিষেবা চুক্তির আওতায় ভারতের সম্মতির মাধ্যমে দক্ষিণ এশিয়ার আকাশপথে সহযোগিতার একটি ইতিবাচক বার্তা মিলেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আধুনিক উড়োজাহাজ ও অভিজ্ঞ ক্রুদের মাধ্যমে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা হবে। যাত্রীদের আগ্রহ ও চাহিদা বিবেচনায় ভবিষ্যতে এই রুটে ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সংস্থাটির।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com