বাংলাদেশ প্রতিদিন খবর
- মঙ্গলবার ৬ জানুয়ারি, ২০২৬ / ২৪ জন দেখেছে

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁপাইনবাবগঞ্জ বার ইউনিটের আয়োজনে বেগম খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২য় তলা) এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে সঞ্চালন করেন মোল্লা হাসান সরিফমনি।
আরোও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বার ইউনিটের সভাপতি এ্যাডভোকেট গোলাম কবির, চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট আবদুল ওদুদ, এ্যাডভোকেট মোঃ সুলাইমান বিশু, এ্যাডভোকেট ফরিদ আহমেদ,জেলা আইনজীবি সমিতির সভাপতি মুহামদ ইসাহাক, সাবেক পিপি এ্যাড.নাজমুল আজম, এ্যাড.সোহরাব আলী,এ্যাড. ময়েজ উদ্দিন,এপিপি এ্যাডভোকেট মাসির আলী , এপিপি এ্যাড. আবুল কালাম আজাদ,এজিবি নাহিদ ইবনে মিজান প্রমুখ ।
চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট আবদুল ওদুদ বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন এবং তার দল ও দেশের প্রতি অবদানের কথা তুলে ধরেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ কোট জামে মসজিদের ইমাম মাওলানা সুলতান মাহমুদ । পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।