সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
শরীয়তপুর জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরুতে নবাগত পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচয় পর্বে অংশ নেন। এরপর তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজ থেকে সকল ধরনের অনিয়ম দূর করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরাও জেলার চলমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় শরীয়তপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।