রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা থেকে চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় ভিকটিম মোঃ নাজিম উদ্দিন (২৩)–কে সফল অভিযানে উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। এসময় সংঘবদ্ধ অপহরণচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
ভুক্তভোগী নাজিম উদ্দিন নোয়াখালীর সেনবাগ থানার বাসিন্দা। জীবিকার সন্ধানে তিনি চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাস করে আসছিলেন। জানা যায়, গত ৩০ নভেম্বর প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ এলাকায় যান। পরবর্তীতে ১ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে ফেরার পথে সিএনজির গ্যাস শেষ হয়ে গেলে তিনি অন্য একটি সিএনজিতে ওঠেন।
হাটহাজারীর মির্জাপুর সরকারহাট এলাকায় পৌঁছালে মোঃ আজম ও তার সহযোগীরা ভিকটিমকে জোরপূর্বক সিএনজি থেকে নামিয়ে একটি অচেনা ক্লাবঘরে নিয়ে যান। সেখানে তাকে মারধর করে এবং তার স্ত্রীর ইমু নম্বরে কল দিয়ে ৩ লাখ ৬৬ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনাটি জানিয়ে ভিকটিমের স্ত্রী বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরি করেন এবং স্বামীকে উদ্ধারের জন্য র্যাব-৭ এর কাছে আবেদন জানান।
র্যাব-৭ ভিকটিমের স্ত্রীর আবেদনটি মানবিক বিবেচনায় গ্রহণ করে তাৎক্ষণিক গোয়েন্দা নজরদারি জোরদার করে। টেকনোলজির সহায়তা ও সূত্র ধরে অভিযান চালিয়ে ৩ ডিসেম্বর সকাল ১১টা ৩০ মিনিটে হাটহাজারীর নজুমিয়ার হাট এলাকায় একটি সাদা রঙের টয়োটা গাড়ি থেকে ভিকটিমকে উদ্ধার করে র্যাব সদস্যরা। এসময় অপহরণে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১) মোঃ আজম (৪৯), পিতা খায়রুজ্জামান চৌধুরী, উত্তর রাঙ্গামাটিয়া, ফটিকছড়ি, চট্টগ্রাম
২) আবু সামা (২৪), পিতা ইব্রাহীম খলিলউল্লাহ, উত্তর হাজিরখিল, ভুজপুর, চট্টগ্রাম
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এবং উদ্ধার হওয়া ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ জানায়, মানবিক বিবেচনা ও দ্রুত পদক্ষেপের ফলে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। অপহরণচক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।