রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
মোহাম্মদ নান্নু (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের ডামুড্যায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ডিসেম্বর) দুপুরে উপজেলার কনেশ্বর ইউনিয়নের দক্ষিণ ধনই নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে
এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মোনাজাত করেন উক্ত দক্ষিণ ধনই নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের মুহতামিম মুফতি আব্দুল্লাহ আল ফারুকী। এসময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা ঢালী মোস্তফা, মাহফুজ বেপারী,কোরবান আলী সহ ধর্মপ্রাণ মুসল্লিরা।