রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
মো. সেলিম উদ্দিন খাঁন
চট্টগ্রামের-হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন,একটি রাষ্ট্রের সার্থে পুলিশ সবসময় নিজেকে সকল প্রকার সহিংসতায় নিজের জীবন কে মৃত্যুর সঙ্গে বাজী রেখে জনগণকে হেফাজত করেন বলেই পুলিশকে জনগণের বন্ধু বলা হয়। পুলিশ একটি স্লোগান দিয়ে থাকেন পুলিশই জনতা, জনতাই পুলিশ কেন বলেন, কারণ পুলিশ সবসময় মনে করেন রাষ্ট্রের সার্থে নিজের কাজকে সন্মান করে রাষ্ট্রের সংবিধান অনুযায়ী আইনি পোশাক পরিধান করে একজন সেবক হিসেবে কাজ করি এবং রাষ্ট্রের আইন সঠিক নিয়মে পালনে ইউনিটির নাম পুলিশ করা হয়েছে বলেই আমরা পুলিশ কিন্তু তারচে বড় সত্য হচ্ছে আমরাও মানুষ, তাই পুলিশ সবসময় নিজেকে একজন মানুষ হিসেবে বিশ্বাস করে বলেই তাদের স্লোগান হয়েছে পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশ কখনো চায়নি যে মানুষ হিসেবে অন্য আরেকটি মানুষ কে সমাজের জনতার সমক্ষে অপমান করে অসম্মানিত করতে, তার পরেয় তাদের এই কাজগুলো করতে হয়, এর কারণ হচ্ছে পুলিশের বাহিরে যারা সাধারণ জনগণ আছে, তারা নিজেরাই অসচেতন হয়ে রাষ্ট্রিয় আইন না মেনে, সমাজ ও দেশের চিন্তা না করে নিজের সার্থের জন্য যত বেআইনী কাজ করে থাকে, তাই রাষ্ট্রের সংবিধান অনুযায়ী আইনি ব্যবস্থা নিতে পুলিশ সমাজ ও রাষ্ট্রিয় আইন অমাননা কারীকে ধরে বিচারাধীন আদালতে হাজির করায়, এরজন্য অনেক সাধারণ মানুষ পুলিশকে নিয়ে অনেক ধরনের মন্তব্য করে থাকে। আমি–(ওসি) মনজুর কাদের ভূঁইয়া বিশ্বাস করি আমরা সবাই যদি আইনকে সম্মান করি এবং যে কোনো প্রশাসন কে সহায়তা করি তা হলে দেখব অতি তারাতাড়ি পুলিশ শুধু বন্ধু না পুলিশ আপনার আমার আমাদের একজন পরিবারের সদস্য স্বরূপ আচরণ করবে এবং এই দেশটাকে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবে।
আসুন আমরা সবাই ঐক্য বদ্ধ হয়ে দন্ড কে বন্ধ করে মাদক কে না বলি এবং একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সুন্দর সমাজ গড়ার শপথ করি। পাশাপাশি একজন মানুষ হিসেবে আমাদের যতটুকু ভালো দিকগুলো আছে তা যেন সমাজে প্রকাশ করি ভালো কিছু করতে অর্থ সম্পদ প্রয়োজন হয়না ভালো একটি মন হলেই যথেষ্ট।