বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আইএইচআরসিজি’র আলোচনায় প্রফেসর নসরুল কদির চট্টগ্রাম দক্ষিণ সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: বনকর্মীর ওপর হামলা, আটক ২ নবীনগরে বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে ৪ নারীকে সম্মাননা আরপিও সংশোধন: পোস্টাল ব্যালট বাতিল হবে কখন, গণনা কীভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি শরীয়তপুরের ডামুড্যায় নানান আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন ভুঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের জরুরি সভা অনুষ্ঠিত সরাইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মঞ্জুর কাদের ভূঁইয়া মৌলভীবাজার মুক্ত দিবস পালন, শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

পুঠিয়ায় দুই রাতে ৭ শতাধিক পেয়ার , মরিচ ও বেগুন গাছ কেটে কৃষকের স্বপ্ন ভেঙে দিল দূর্বৃত্তকারীরা

সোহেল রানা,রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের মঙ্গল পাড়া এলাকার কৃষক খলিলুর রহমানের রাতের আঁধারে কৃষকের পেয়ারা, মরিচ ও বেগুনের ৭ শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

 

সোমবার ও মঙ্গলবার ৬ ও ৭ অক্টোবর রাতে যশোপাড়া কালীবাড়ি পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় একাধিক ব্যক্তিরা বলেন, এটা একটা অমানবিক কাজ। এই জমির যে অবস্থা তাতে একজন কৃষকের মেরুদন্ড ভেঙ্গে দেওয়ার মত ক্ষতি হয়ে গেছে । পেয়ারা গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছিল। পাশাপাশি মরিচ গাছের প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণ মরিচ ছিলো। বর্তমানে মরিচের যে বাজার মূল্য সে হিসাবে অনেক বড় অর্থের ক্ষতি হয়ে গেছে। এছাড়াও বেগুনের গাছগুলো যেভাবে কেটে ফেলা হয়েছে তাতে বলা যায় এই কৃষকের কৃষি কাজ থেকে বিরত রাখার জন্যেই কোন একটি মহল এত বড় ধরনের ক্ষতি করেছে।

 

জমিতে কাজ করা দিনমজুররা জানান, আমরা প্রতিদিন এই জমিতে ২৫ জন করে লোক কাজ করি। এই কাজের টাকাতে আমাদের সংসারের চাহিদা পূরণ করে থাকি । যারা এই ক্ষতিটা করেছে তারা শুধু এই কৃষকের ক্ষতি করেনি আমাদের মত দিন মজুরদেরও ক্ষতি করেছে।

 

ক্ষতিগ্রস্ত কৃষক খলিলুর রহমান বলেন, আমি দীর্ঘদিন যাবত কৃষি সঙ্গে সম্পৃক্ত আছি। আমি এখানে ৩৫ থেকে ৪০ বিঘার মত পেয়ারা বাগান করেছি এবং পেয়ারার মধ্যেই মরিচ ও বেগুনের চাষ করি। প্রতিদিনের মতো বিকেলে কাজ শেষ করে আমিও জমিতে থাকা দিনমজুররা বাড়ি চলে যায়। গত সোমবার সকালে আমি জমিতে এসে দেখি মরিচ গাছ পেয়ারা গাছ ও বেগুন গাছ কেবা কাহারা কেটে রেখে চলে গেছে। পরে আমি থানা একটি সাধারণ ডায়েরি করি। পরে আজ মঙ্গলবার সকালে আবার জমিতে এসে দেখি নতুন ভাবে রাত্রে আমার জমি থেকে আবার পিয়াজ মরিচ ও পেয়ারা গাছ কাটা হয়েছে। আমি প্রয়োজনীয় তদন্ত শেষে এর সুষ্ঠু বিচার চাই।

 

এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন বলেন, পেয়ারা গাছ মরিচ গাছ ও বেগুন গাছ কাটার বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে । তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com