সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে ১৫ অবৈধ ইটভাটা বন্ধ ও সাড়ে ৮ লাখ টাকা জরিমানা সাতকানিয়ায় বালু তোলা নিয়ে সংঘর্ষে আহত ৬ মোটরসাইকেলে আগুন নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিকে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন: বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর সরাসরি গুলি বর্ষণকারী মিঠুন চক্রবর্তীকে ফেনী থেকে গ্রেফতার ডিবি পরিচয়ে চাঁদাবাজি, এসআই ও ছাত্রদল নেতা আটক নগরীর ডবলমুরিং এলাকায় আবেগঘন চিরকুট লিখে ক্যান্সার আক্রান্ত বীর মুক্তিযোদ্ধার ‘আত্মহত্যা’ সৈকতে পর্যটকের ঢল,হোটেল-মোটেলে ঠাঁই নেই চসিক মেয়রের সঙ্গে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সাংবাদিককে হত্যাচেষ্টা, ২৫ জনের বিরুদ্ধে মামলা ছাত্র আন্দোলনে হামলা : লোহাগাড়ায় মামলার আসামি গ্রেফতার

সাতকানিয়ায় জিনের বাদশার সহযোগী গ্রেফতার- বিজ্ঞ আদালতে-১৬৪ ধারায় জবানবন্দি

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় গত এক মাস ধরে মুঠোফোনে ‘জিনের বাদশা’ পরিচয়ে চাঁদা চেয়ে ব্যবসায়ীদের ক্রমাগত হুমকি দিচ্ছে একটি চক্র। চাঁদা না পেলে দোকানে বিস্ফোরণ ঘটানো এবং দোকানিকে হত্যার হুমকি দেওয়া হয়। এরইমধ্যে চাঁদা না পেয়ে উপজেলার কেরানীহাটের একটি দোকান আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা।এরপর চাঁদা দাবিকারীদের আইনের আওতায় আনতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত ওই দোকানের স্বত্তাধিকারী মোহাম্মদ জুনায়েদ। সে মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মো. রিয়াজ উদ্দিন (৪০) সাতকানিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড ভোয়ালিয়া পাড়ার মোঃ হোসেনের ছেলে।রবিবার (০১ ডিসেম্বর) সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকমর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত এক মাস ধরে সাতকানিয়ার কেরানীহাটের ব্যবসায়ীদের কথিত ‘জিনের বাদশা’ পরিচয়দানকারী কয়েকটি মোবাইল নম্বর থেকে ব্যবসায়ীদের হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছে। হুমকির ফলে স্থানীয় ব্যবসায়ীদের মনে আতঙ্ক বিরাজ করছিল। হুমকির বিষয়ে ব্যবসায়ীরা সাতকানিয়া থানায় জিডি করেন। জিডি তদন্তকালে কথিত ‘জিনের বাদশা’ কেরানীহাট বাজারের অন্তত ৩০-৪০ জন ব্যবসায়ীকে চাঁদা দাবি করে হুমকি দেয়। চাঁদা না পেয়ে গত ১৫ নভেম্বর কেরানীহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ জুনায়েদের দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে ব্যবসায়ী মোহাম্মদ জুনাইদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে মুঠোফোনে চাঁদা দাবি করা ব্যক্তিদের শনাক্তে মাঠে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় কেরানীহাটের ব্যবসায়ীদের ক্রমাগত হুমকি প্রদানকারী সীম সমূহের সিডিআর ও রেজিস্ট্রেশন পর্যালোচনা করে সাতকানিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড ভোয়ালিয়া পাড়ার মোঃ হোসেনের ছেলে মো. রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করা হয়।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকমর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান জানান, রিয়াজ উদ্দিনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনায় জড়িত মূল হোতা তাঁর শ্যালক এমরান হোসেনের নাম প্রকাশ করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে রিয়াজ আরো জানায়, তার নিজের ও এমরানের পরিবারের লোকজনের এনআইডি ব্যবহার করে কয়েকটি সিম এমরান ব্যবহার করছে।ওসি আরও জানান, ৬ মাস পূর্বে এমরান টেকনাফ থানা এলাকায় একইভাবে ব্যবসায়ীদের হুমকি প্রদান করে এবং ব্যবসায়ী কামালের দোকানে অগ্নিসংযোগসহ বিকাশের মাধ্যমে চাঁদা আদায় করে। এমরানের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন আছে। গ্রেফতার রিয়াজকে আদালতে প্রেরণ করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঘটনায় জড়িত মূল হোতা এমরান হোসেনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com