সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন
খায়রুল খন্দকার টাঙ্গাইল :
আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মম ভাবে হত্যা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মূল পরিকল্পনাকারী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্ব স্তরের মুসলিম তৌহিদি জনতা।
(২৯ নভেম্বর) শুক্রবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে মসজিদের সামনে এসে শেষ হয়।
এসময় বক্তারা চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে নৈরাজ্য সৃষ্টি করে আইনজীবী আলিফ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবিও জানানো হয়।
তার আরো বলেন প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। ইসলাম হত্যা সমর্থন করে না। যারা হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’
এছাড়াও মিছিলে- আমার সোনার বাংলায় উগ্রবাদের ঠাই নাই, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, মোদির দালালেরা হুঁশিয়ার সাবধান, সারা বাংলায় খবর দে ইসকন কে কবর দে, এক দুই তিন চার ইসকন তুই দেশ ছাড়, এমন সব স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভরত জনতাদের।