শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন
মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:
দেশে খাদ্যের দাম আকাশছোঁয়া।সাধারণ মানুষ কষ্টে আছে। এমন সময় তাঁরা শুধু নিজের ভাগ্য পরিবর্তন করছে তা নয়, এর বিপনন ও সাপ্লাই চেইনে – বাগান শ্রমিক থেকে ট্রাক ড্রাইভার, আড়তদার, দোকানদার, ভ্যানে করে বিক্রেতাসহ শত মানুষের জন্য একটা সুযোগ তৈরী করেছে তারা।
তারপর খাবারের প্লেটে, আপনার ডাইনিং টেবিলে এ শোভা পাবে এ তাইওয়ানিজ রেড লেডি পেঁপে।এমন সাধারণ মানুষরাই বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে।
দরিদ্রপীরিত পাহাড়ের চিপাগলিতে সংগ্রামী মানুষদের একটু প্রশংসা করেন – তারা আসলে পাথর খুঁডে ফুল ফুটাচ্ছে ও ফল ফলাচ্ছে।
তারা ন্যায্য মূল্য যাতে পায়, তাদের সরলতার সুযোগ যেন চালাক মানুষরা না নেই সেই প্রেক্ষাপট তৈরী করেন। সাপ্লাই চেইনকে উন্নত করেন সবাই উপকার পাবেন।
যে সময়ে আমরা নিদেন নিজের জীবনই চলে না তখন এ সংগ্রামীরা হাজারো মানুষদের খাওয়াচ্ছে। তারা কোটা চাইনি, চাকুরীর বয়স বাড়াতে দাবীও করে না, রাস্তায় অবরোধও করে না – তারা নিবিষ্ট মনে নিজের জীবনকেই ফোকাস করে।
তারাই নতুন বাংলাদেশ গড়তে সাহায্য করবে। তারা বেশি চায় না, শুধু চট্রগ্রাম বা ঢাকা শহরে যে খুচরার দাম তার ৫০% ভাগ চায়। শুধু এই টুকু পেলেই তারা উঠে দাঁড়াবে এবং পাহাড়ও উঠে দাঁড়াবে।
আগ্রহী ক্রেতারা এ পোস্টের ট্যাগ করাদের সরাসরি যোগাযোগ করতে পারেন। এ বাগান থেকে প্রতি সপ্তাহে কয়েক টন করে ঢাকায় চালান হচ্ছে।