সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
ফয়সাল আহমেদ, রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দে জালাল শেখ (৫৭) নামের এক ব্যাক্তি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি উপজেলার উজানচর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গফুর মাতুব্বর পাড়ার মৃত কাইমদ্দিন শেখের ছেলে।
১৯ অক্টোবর শনিবার রাত ৩ টা হতে ভোর ৫ টার মধ্যবর্তী যে কোন সময় তিনি নিজ বসতবাড়ির পূর্ব পাশে বাঁশ ঝাড়ের মধ্যে একটি গাছের সাথে ঝুলে তিনি আত্মহত্যা করেন।
থানা পুলিশ ও স্হানীয় সূত্র জানায়, মৃতের স্ত্রী হাজেরা বেগম শনিবার সকাল সারে ৬ টার দিকে ঘুম থেকে উঠে বসতবাড়ির পূর্ব পাশে বাঁশ ঝাড়ের দিকে গেলে দেখতে পান যে, তার স্বামী গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে।
চিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে জালাল শেখকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশাে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
জানা যায়, বিগত প্রায় দুই বছর যাবত জালাল শেখ অনেকটা মানসিক ভারসাম্যহীন ও পেটের যন্ত্রণায় ভুগতেছিল।
এ জন্য ইতিপূর্বে একাধিকবার বাড়ি থেকে বেরিয়ে অজ্ঞাত স্থানে চলে গিয়ে আবার নিজ থেকেই ফিরে আসতো।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে খাওয়া দাওয়া করে তিনি নিজের বসতঘরে ঘুমিয়ে পড়েন । রাত অনুমান ৩ টা হতে রাত ভোর ৫ টার মধ্যবর্তী যে কোন সময় তিনি নিজ বাঁশঝাড়ের বাঁশের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শারিরীক অসুস্থ্যতা এবং মানসিক ভারসাম্যহীনতার কারনে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।