বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
মোহাম্মদ নান্নু মৃধা, (শরীয়তপুর প্রতিনিধি):
“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যকে ধারণ করে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বির্তক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার নাসরীন বেগম সেতু’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু বকর ছিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান,উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী সহ প্রমুখ।