বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
উজ্জ্বল কুমার সরকার নওগা:
মোমবাতি প্রজ্বলন করে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করেছে নওগাঁর পত্নীতলায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সন্ধ্যায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেন।সে খানে কয়েকশ শিক্ষার্থী হাতে মোমবাতি প্রজ্বলন করে শহীদ মিনারে ঘণ্টাব্যপী অবস্থান করেন। কর্মসূচিতে শিক্ষার্থীরা আন্দোলনে নিহত আবু সাঈদ, মুগ্ধসহ সকল নিহতদের প্রতি শোক প্রকাশ করে সমবেদনা জানান।
শিক্ষার্থীরা বলেন, সারা বাংলাদেশে আবু সাঈদ মুগ্ধসহ যত শহীদ হয়েছেন তাদের স্মরণে এই মোমবাতি প্র জ্বলন।
নওগাঁ।