রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন
উজ্জ্বল কুমার সরকার
নওগাঁর বদলগাছীতে বাজারে গিয়ে বাচ্চার খাবার কিনে বাড়ি ফেরা হলোনা মালা বেগম (৪০) নামে এক মায়ের। ভরা বাজারে বিকল হয়ে থাকা একটি এস্কেভেটর মেশিন হঠাৎ চালু হয়ে রাস্তার উপর তাকে চাপা দিলে মেশিনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় মারাত্মক আহত হন শারমিন আক্তার (২০) নামে আরও এক গৃহবধূ।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে বদলগাছী উপজেলা সদরের জনাকীর্ণ চৌরাস্তার মোড়ে এ দূর্ঘটনা ঘটে।নিহত মা মালা বেগম নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের স্বপন হোসেনের স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে বদলগাছী উপজেলার পিন্ডিরা গ্রামে মহিলা কলেজের পাশে ভাড়া বাসায় থাকেন। দুই শিশু সন্তানের মা মালা বেগম পরচুলা ক্যাপ তৈরি করেন আর স্বপন কাঠ মিস্ত্রির কাজ করেন।
আহত শারমিন আক্তার বদলগাছী সদর ইউনিয়নের জিধিরপুর গ্রামের মিল্টন হোসেনের স্ত্রী।স্থানীয়রা জানান, মহাদেবপুর উপজেলার মাতাজীহাট থেকে ওই এস্কেভেটর মেশিনটি বদলগাছী হয়ে নওগাঁ যাচ্ছিল। বদলগাছী চৌরাস্তার মোড়ে পৌঁছলে মেশিনটি বিকল হয়ে পড়ে। সেটি চালু করার জন্য পিছন দিক থেকে একটি ট্রাক্টর দিয়ে ধাক্কা দিলে হঠাৎ করেই বিকল মেশিনটি সচল হয়ে জনাকীর্ণ সড়কের উপর চলতে থাকে। এতে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এসময় মালা বেগম বাজার থেকে বাচ্চার জন্য খাবার কিনে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এস্কেভেটর মেশিনটি পিছন দিক থেকে রাস্তার উপর মালা বেগম ও শারমিন আক্তারকে চাপা দেয়। মেশিনের চাকার নিচে পড়ে মালা বেগম ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক আহত শারমিনের একটি পা ভেঙ্গে যায়।স্থানীয়রা আহত শারমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বদলগাছী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ও থানা পুলিশ ঘটনাস্থলে আসে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক এস্কেভেটর গাড়ি জব্দ করা হয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।