বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
বরিশাল মুলাদীতে সভা শেষ করে ফেরার পথে যুবলীগ ও ছাত্রলীগের হামলায় বিএনপির ৭ জন আহত হয়েছেন। গতকাল (১৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার দুপুর ২ টার দিকে এই হামলা চালানো হয়।
হামলায় শফিপুর ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি এস্কেন্দার আলী বাঘা, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন হাওলাদার ও সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হাওলাদারসহ অন্তত ৭ জন আহত হয়।
শফিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ মোল্লা জানান, মুলাদী পৌরসভার পাশে উপজেলা বিএনপির কার্যালয়ে সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা বাড়ি ফিরছিলো। মসজিদ মার্কেটের সামনে উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েলের নেতৃত্বে একদল নেতাকর্মী তাদের উপর হামলা চালায়। এতে ওই ৭ জন আহত হয়।
মুলাদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার খান জানান, হামলার ঘটনা থানা পুলিশকে জানানো হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি।
এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েলের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, এ ধরনের কোনো ঘটনা তার জানা নেই। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে