বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:
ইচ্ছে করে করেননি, কিন্তু বড় ক্ষতি তো হয়েছেই। যার জেরে তিন ম্যাচ নিষিদ্ধ হতে হলো মার্সেলোকে। ব্রাজিলিয়ান ফুটবল তারকাকে এই শাস্তির পাশাপাশি ৬ হাজার ইউরো জরিমানাও করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল।
গত সপ্তাহে কোপা লিবার্তাদোরেসে ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনোস জুনিয়র্সের মধ্যকার শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচের ঘটনা। ম্যাচের ৫৬ মিনিটে বল পায়ে দৌড়ানোর সময় জুনিয়র্সের ডিফেন্ডার লুসিয়ানো সানচেজের বাঁ পা অনিচ্ছাকৃতভাবে মাড়িয়ে দেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক লেফটব্যাক মার্সেলো।
এতে ভয়াবহ ইনজুরিতে পড়েছেন সানচেজ। তার বাঁ পায়ের দুই হাড় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনার পরপরই মার্সেলোজে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।
তবে ওই কার্ড পাওয়া নিয়ে নয়, মার্সেলো কষ্ট পেয়েছেন প্রতিপক্ষ খেলোয়াড়ের অবস্থা দেখে। মাঠ ছাড়ার সময় কাঁদতে দেখা যায় ব্রাজিল জাতীয় দলের সাবেক ডিফেন্ডারকে।
ঘটনার পর টুইট করেও দুঃখ প্রকাশ করেন মার্সেলো। টুইটে লিখেন, ‘আজ মাঠে খুব কঠিন এক মুহূর্তের সম্মুখীন হয়েছি। অনিচ্ছাকৃতভাবে এক খেলোয়াড়কে আঘাত করেছি। লুসিয়ানো সানচেজ, আমি তোমার সর্বোচ্চ সুস্থতা কামনা করি। পৃথিবীর সব শক্তি তোমার জন্য।’
মার্সেলোর এই টুইট রিটুইট করে আর্জেন্টিনো জুনিয়র্সের টুইটে লেখা হয়, ‘আমরা প্রতিদ্বন্দ্বী, কিন্তু শত্রু নই। পাশে দাঁড়ানোর জন্য মার্সেলো ও ফ্লুমিনেন্সকে ধন্যবাদ।’তবে ভুল স্বীকার বা অপরাধবোধে ভোগেও শাস্তি থেকে রেহাই মেলেনি মার্সেলোর।