বাংলাদেশ প্রতিদিন খবর
- বুধবার ১১ জানুয়ারি, ২০২৩ / ১৪১ জন দেখেছে

কাজী মোস্তফা রুমি,ব্যবস্থাপনা সম্পাদক :
গতকাল (১০ জানুয়ারি)। বাংলার ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।১৯৭২ সালের এদিন বেলা ১টা ৪১ মিনিটে পাকিস্তানের কারাগার থেকে মুক্তিলাভ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন।
তাই এই দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের উদ্দেশ্যে সারা বাংলাদেশের ন্যায় নাগারপুর উপজেলা আ’লীগের নেতৃত্বে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।এরপর সকাল ১১ ঘটিকার সময় নাগরপুর উপজেলা আ’লীগ কার্যালয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ আ’লীগ নাগরপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত সফল ও মানবতার চেয়ারম্যান মো: কুদরত আলী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মতি এবং সঞ্চালনা করেন নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন।
এ সময়ে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ সবুর, নাগরপুর উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খালিদ হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ভিপি বিএম জহুরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, নাগরপুর উপজেলা আ’লীগের সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব, পাকুটিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ শামসুল আলম সরকার , সহবতপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল সরকার, আ’লীগ নেতা মো: ছানিয়ার হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি /সাধারণ সম্পাদক, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।