মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
বৃষ্টির কবলে ম্যাচ। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসের ৯ ওভার খেলার পর আর শুরুই করা গেলো না। যেটুকু হয়েছে, তাতে বৃষ্টি আইনেও কাউকে জেতাতে পারেনি। ম্যাচ টাই হয়ে গেল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টিতে।
প্রথমে ব্যাট করে নেপিয়ারে ১৬০ রান তোলে নিউজিল্যান্ড। সেই রানের জবাবে ভারত ৯ ওভারে তোলে ৪ উইকেট হারিয়ে ৭৫। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়। পরের ম্যাচ জেতে ভারত। শেষ ম্যাচ টাই। সিরিজ জিতে নিল ভারত। অধিনায়ক হিসাবে হার্দিক পান্ডিয়ার প্রথম বড় সিরিজ জয় এটি। এর আগে তার নেতৃত্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতেছিল ভারত।
আজ (২২ নভেম্বর) মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শুরুতেই উইকেট হারায় তারা। ফিন অ্যালেন মাত্র ৩ রান করেন। তাকে ফেরান আর্শদিপ সিং। রান পাননি মার্ক চ্যাপম্যান। তিনি ১২ রান করে সাজঘরে ফেরেন। তাকে ফেরান মহম্মদ সিরাজ।
৪৪ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। সেখান থেকে নিউজিল্যান্ডকে ১৩০ রানে পৌঁছে দেন ডেভন কনওয়ে এবং গ্লেন ফিলিপ্স। দু’জনেই অর্ধশতরান করেন।কনওয়ে করেন ৫৯ রান এবং ফিলিপ্স করেন ৫৪ রান। তারা সাজঘরে ফিরতেই ভেঙে পড়লো নিউজিল্যান্ড।
সিরাজ এবং আর্শদিপ চারটি করে উইকেট নেন। একটি উইকেট নেন হারশাল প্যাটেল। একটি রানআউট করেন সিরাজ। ১৬০ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ড। চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হন সিরাজ।
ব্যাট করতে নেমে ভারতের ইনিংসে কাঁপুনি ধরিয়ে দেন টিম সাউদি। মঙ্গলবার কেন উইলিয়ামসনের জায়গায় নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। পরপর দু’বলে দু’টি উইকেট তুলে নেন সাউদি। ভারতের দুই ওপেনার ইশান কিশন (১০) এবং রিশাভ পান্ত (১১) রান পাননি। শ্রেয়াস আয়ার প্রথম বলেই আউট। সূর্যকুমার যাদব আউট ১৩ রানে। খেলা বন্ধ হওয়ার সময় হার্দিক পান্ডিয়া ৩০ রানে অপরাজিত ছিলেন। ৯ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ৭৫।
ম্যাচের যে জায়গায় বৃষ্টি নামে ডার্ক অ্যান্ড লুইস নিয়ম অনুযায়ী তাতে ম্যাচ টাই হওয়ার রান করেছিল ভারত। ৪ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যাওয়া ভারতের মাথায় চিন্তা ছিল; কিন্তু বৃষ্টি এমন সময় এল যে, ম্যাচ টাই হয়ে গেল। সে সঙ্গে ভারত জিতে নিল সিরিজটা।