বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
ঢালিউডের প্রিয়দর্শনী খ্যাত অভিনেত্রী আরিফা জাহান মৌসুমীকে ফেসবুক লাইভে কখনো আসতে দেখা যায়নি। তবে হঠাৎ করেই ফেসবুক লাইভে যুক্ত হলেন এ অভিনেত্রী।
বৃহস্পতিবার (৭ জুলাই) চিত্রনায়িকা মৌসুমী একটি প্রতিষ্ঠানের ফেসবুক পেজের লাইভে যুক্ত হন। লাইভ এসে তিনি প্রায় আধাঘণ্টা তার ভক্ত দর্শকের সামনে ওই প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন।
মূলত সোনা বিক্রেতা প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড ঈদ উপলক্ষে বিভিন্ন ডিজাইজের অলংকার বিশেষমূল্য ছাড় দিচ্ছে। সেই অলংকারের বিজ্ঞাপনের জন্য মৌসুমীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে যুক্ত করে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির প্রমোশন অনুষ্ঠানের লাইভে যুক্ত হন নায়িকা।
এদিকে চিত্রনায়িকা মৌসুমী মাঝে বিরতি দিয়ে সিনেমার কাজে আবারও ফিরছেন। সম্প্রতি এ নায়িকা ‘সোনারচর’ সিনেমার ডাবিংয়ে অংশ নেন। এ সিনেমায় মৌসুমীর বিপরীতে আছেন তার স্বামী অভিনেতা ওমর সানী। তার সহশিল্পী হিসেবে আছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান।