মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন
স্প্যানিশ সুপার কাপ সেমিফাইনালে বুধবার রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গতকাল (১০ জানুয়ারি) সোমবার দল ঘোষণা করেছে কাতালান জায়ান্টরা।
বছরের প্রথম ক্লাসিকোর জন্য ২৪ জনকে ডেকেছেন জাভি। তাদের মধ্যে দু’জন মেডিক্যাল ক্লিয়ারেন্স ছাড়া। লিনারেসের বিপক্ষে কোপা ডেল রের ম্যাচে ইনজুরি পাওয়া রোনাল্ড আরাউজো ও ফ্রেঙ্কি ডি ইয়ংকে রাখলেও তাদের মাঠে নামানোর ঝুঁকি নিবেন কি না জাভি, সেটাই দেখার।
প্রায় দুই মাস মাঠের বাইরে থাকার পর দলে ফিরেছেন আনসু ফাতি। তবে ফেরান তোরেস কিংবা পেদ্রির জায়গা হয়নি, দু’জনেই করোনায় আক্রান্ত হয়েছেন দল ঘোষণার দিন। যদি সময়মতো সেরে ওঠেন এবং দল ফাইনালে ওঠে, তাহলে হয়তো সৌদি আরবে উড়াল দিবেন তারা।
বার্সা স্কোয়াড:
টের স্টেগেন, নেতো, পেনো; দেস্ত, আলভেস, মিনগুয়েজা, আরাউজো, পিকে, লংলে, উমতিতি, আলবা, বালদে; বুশকেটস, ডি ইয়ং, সাঞ্জ, গাভি, নিকো, পুইগ; মেম্ফিস, ফাতি, দেম্বেলে, জুতগলা, আবদে, লুক।