শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকার একটি নাইটক্লাব থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিবিসি জানিয়েছে, আজ রবিবার স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় শহর ইস্ট লন্ডনের একটি নাইটক্লাবে ওই ১৭ জনের মরদেহ দেখা যায়।
এ নিয়ে প্রাদেশিক পুলিশের প্রধান জানিয়েছেন, আমরা পূর্ব লন্ডনের সিনারি পার্কের একটি স্থানীয় নাইটক্লাবে ১৭ জনের মরদেহ পড়ে থাকার খবর পেয়েছি।
আমরা ঘটনাটি তদন্ত করছি। এখনই এ ব্যাপারে কিছু বলতে চাই না। এ নিয়ে গুজব না ছড়ানোরও অনুরোধ করেছেন তিনি।
পুলিশ আরো জানিয়েছে, বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে স্বজনদের এখনো মরদেহ দেখতে দেওয়া হয়নি। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর বিশালসংখ্যক সদস্য উপস্থিত রয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহতদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মরদেহগুলো মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল।
সূত্র : বিবিসি।