বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ।
শনিবার সকালে জেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের নেতৃত্বে শহরের ফায়ার সার্ভিস সড়ক থেকে বিক্ষোভ মিছিল বেরহয়। মিছিলটি শহর ঘুরে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিতসমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খানসাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, অটো শ্রমিকলীগের সভাপতি আবু সাঈদ খান, জেলাযুব লীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা কামাল শরীফ, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আলমাসুদ মধু ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।
এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি সালাহউদ্দিন আহমেদ সালেক। সমাবেশে বক্তারা স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত ও সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ জানান। আগামী নির্বাচনের আগেতাদের সকল ষড়যন্ত্র মোকাবেলাকরতে নেতাকর্মীরে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বায়ক জানানো হয় সমাবেশে।
রাজাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি ডাক বাংলো মোড় রোডস্থ দলীয় প্রধান কার্যালয়ে সামনে থেকে শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এএইচএম খায়রুল আলম সরফরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড. সঞ্জীব কুমার বিশ্বাস, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজু, সদস্য ফাতিনাজ ফিরোজ। এ সময় জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন সহ স্থানীয় আ.লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।