মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
চেয়ারম্যান: মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
পানছড়ির দূর্গম কচুছড়িতে ৩ বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ চট্টগ্রামের সীতাকুন্ড থানার হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম মেধাবীদের হাতে থাকলে দেশ পথ হারাবে না আগামীর বাংলাদেশ রাজশাহীতে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত নওগাঁর দোহালী গ্রামে নিধূরাম নামে এক কৃষকের সাপের কামড়ে মৃত্যু ‘আর্ত মানবতার সেবায় র‌্যাব” ফেনী জেলার ফুলগাজী এবং দাগনভূঁইয়া উপজেলার বন্যাদুর্গত এলাকায় বন্যার্ত সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলো র‍্যাব-৭, চট্টগ্রাম। সারাদেশে বৃষ্টি কমে বাড়তে পারে তাপমাত্রা বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে স্বাভাবিক সার্কিট ব্রেকার

ঘাটাইলে পরীক্ষা দিতে দেওয়া হলো না ৬৭ শিক্ষার্থীকে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ৬৭ জন শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষা দিতে পারেনি। শিক্ষার্থীদের দাবি, অতিরিক্ত ফি ও সেশন চার্জ না দেওয়ায় কর্তৃপক্ষ তাদের পরীক্ষা দিতে দেয়নি।আজ (২ জুন) বৃহস্পতিবার পরীক্ষা শুরুর প্রাক্কালে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা জানায়, উপজেলার সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ১১৫ শিক্ষার্থী রয়েছে। আজ (২ জুন) বৃহস্পতিবার সকালে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে ১১৫ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়েছে মাত্র ৪৮ জন। বেতন ও সেশন চার্জ না দেওয়ায় বাকি ৬৭ জনকে শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ।
যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের মধ্যে নাজমুল হোসেন, রাকিব, সোহান, ইমরান জানায়, নিয়মবহির্ভূতভাবে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নেওয়া হচ্ছে। অর্থাভাবে আমরা টাকা পরিশোধ করতে পারিনি। প্রধান শিক্ষক মহোদয়কে আমরা পরীক্ষা দেওয়ার অনুমতি দিতে অনুরোধ করতে গিয়েছিলাম। স্যার আমাদের বকাঝকা দিয়ে বিদ্যালয় থেকে বের করে দিয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
পরে পরীক্ষা বঞ্চিত ক্ষুব্ধ শিক্ষার্থীরা সাগরদিঘী বাজারের চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এক ঘণ্টার বেশি চলে তাদের বিক্ষোভ। খবর পেয়ে স্থানীর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির তাদের শান্ত করে স্কুলে ফেরত পাঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহমত উল্লাহ বলেন, ‘বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ফি নেওয়া হচ্ছে। টাকা পরিশোধ না করলে কোনো শিক্ষার্থীকে পরীক্ষা দিতে দেওয়া হবে না।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমি অবগত নই। তবে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়া দুঃখজনক। কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com