সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
দেলদুয়ার উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের ২১টি ইউনিয়ন পরিষদ সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম ছিল।
তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। ২১টি ইউনিয়নে মোট ২১৫টি কেন্দ্রে ১,৩৬১টি ভোটকক্ষের মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে।
২১টি ইউনিয়নে ৫ লক্ষ ৬ হাজার ১৪৭ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে ৯৭ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত সদস্য ২১৬ জন ও ৬৪০ জন সাধারণ সদস্য প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করছেন।
এদিকে দেলদুয়ার উপজেলা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের উপ নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করার লক্ষ্যে এ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় র্যাবের ১৫টি টিম, পুলিশ, আনসার ও ৩০টি ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে নির্বাচন কমিশন।