বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সামনে পুলিশের ভ্যান থেকে পুলিশকে ধাক্কা দিয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে গেছে এক ধর্ষণ ও অপহরণ মামলার আসামি। আজ মঙ্গলবার (৩১ মে) সকালে চা ল্যকর এ ঘটনাটি ঘটলেও পুলিশ তা স্বীকার করেছে বিকেলে।
থানা সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার ধর্ষণ ও অপহরণ মামলার আসামি উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সামিউল ইসলাম (২২) শ্বশুরের করা নিজ শ্যালিকাকে অপহরণ ও ধষর্ণের গোবিন্দগঞ্জ থানার একটি মামলায় পলাতক ছিল। থানা পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিতের পর চাঁদপুর জেলার মতলব থেকে তাকে গ্রেফতার করে। আজ (৩১ মে) মঙ্গলবার ভোরে তাকে নিয়ে গোবিন্দগঞ্জে থানার সামনে পৌঁছে পুলিশের ভ্যানটি। এ সময় গাড়ি থেকে নামনোর সময় অতর্কিতে সে এক কনস্টেবলকে ধাক্কা মেরে হান্ডকাপ দৌড়ে পালিয়ে যায়। সকাল থেকে বিষয়টি লোকমুখে প্রচার হলেও পুলিশ সারা দিন এ ব্যাপারে মুখ খোলেনি।
বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন আসামি পলায়নের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশের একাধিক টিম তাকে গ্রেফতারের জন্য মাঠে কাজ করছে।