বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন
রাজশাহীর তানোর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শাওন হেরোইন সেবনের সময় ২ সহযোগীসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার সেকেন্ড অফিসার এসআই হাফিজুর রহমান সংগীয় ফোর্সসহ কালীগন্জ মাসিন্দা গ্রামের আলতাব আলীর বাড়িতে অভিযান চালায়।
এসময় হেরোইন সেবনের সময় হাতে নাতে তানোর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক কাসারদীঘি গ্রামের আবুল সরদারের পুত্র সারোয়ার হোসেন শাওন (২৬) মাসিন্দা গ্রামের আলতাব আলীর পুত্র লিটন (৩৬) ও ভাটপাড়া গ্রামের মোজাহারুলের পুত্র হাফিজুর রহমান (২৮) কে গ্রেপ্তার করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেপ্তারকৃতদের থানা হাজতে রাখা হয়েছে।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদারতে প্রেরণ করা হবে।
Attachments area