শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
পাবনার ঈশ্বরদীতে স্যালো ইঞ্জিন চালিত নসিমন উল্টে আব্দুর রহমান নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
এ সময় আরেকজন ব্যবসায়ী আহত হয়েছেন।
শনিবার (১৪ মে) সকাল ৯টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাজার এলাকার আব্দুল আওয়ালের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যাল।
ওসি জানান, কুষ্টিয়া অভিমুখী নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।