মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন
টাঙ্গাইলের মির্জাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শেখ আবু সালেহ মাসুদ করিম।
থানা হলরুমে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন। বিদায়ী অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এসময় সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মুসা, মির্জাপুর থানার ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন, সেকেন্ড অফিসার মো. গোলাম মোস্তফা, বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সফেক্টর মো. সাকাওয়াত হোসেন, দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন খানসহ মির্জাপুর থানার অনান্যরা উপস্থিত ছিলেন।