সোমবার, ১৯ মে ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সিডিএর অনুমোদন ছাড়াই গরুর হাটের জন্য অবৈধ রাস্তা নির্মাণ: সিন্ডিকেটের পেছনে প্রভাবশালী নেতা আলমগীর রাজশাহীতে ভাতিজাকে কুপিয়ে হত্যার দেড় মাস পর ঢাকায় চাচা গ্রেপ্তার মৌলভীবাজারের পথে পথে সোনালুর মাধুর্য: প্রকৃতির হাতে আঁকা হলুদ রঙের শাওয়ার তানোরে প্রেমিক হ’ত্যায় মামলা, গ্রেপ্তার ৩ রাজশাহীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন বাঘায় সড়কে প্রাণ গেল শিক্ষকের,রেখে গেলেন সন্তান সম্ভাবনা স্ত্রী রাজশাহীতে একদিনে ৫ মৃতদেহ উদ্ধার রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত তানোরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা গোপন বক্সে গাঁজা, র‌্যাবের জালে দুই যুবক

চট্টগ্রামে সিডিএর অনুমোদন ছাড়াই গরুর হাটের জন্য অবৈধ রাস্তা নির্মাণ: সিন্ডিকেটের পেছনে প্রভাবশালী নেতা আলমগীর

মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম :

চট্টগ্রামের চরপাড়াঘাট সাগরপার এলাকায় সরকারি রাস্তার গ্রিল কেটে কোরবানির গরুর হাট বসানোর জন্য অবৈধভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এই কাজটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বা কোনো সরকারি সংস্থার অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে, যা আইন লঙ্ঘনের শামিল।

এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “রাস্তার পাশে দেওয়া গ্রিলগুলো যানবাহনের নিরাপত্তা এবং খালপাড়ের সীমানা রক্ষা করতে স্থাপন করা হয়েছে। কিন্তু এইভাবে একের পর এক গ্রিল কাটা হলে এক সময় রাস্তার নিরাপত্তা হুমকির মুখে পড়বে।”

এছাড়া, স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ একটি খাল ভরাট করে বন বিভাগের জায়গাও দখল করা হচ্ছে। এই খাল ভরাট করে গরুর বাজার তৈরি করা হচ্ছে, যার পেছনে রয়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। এলাকাবাসীর দাবি, চট্টগ্রাম মহানগর কৃষক দলের নেতা সাবেক সভাপতি আলমগীর এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন।

এ বিষয়ে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিক বলেন, “এটা আমাদের ফাংশনের মধ্যে পড়ে না। আপনি সিডিএ বা অন্য কোনো প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করুন।”

সিডিএ ইঞ্জিনিয়ার রাজিব বলেন, “এ বিষয়ে আমি অবগত ছিলাম না। আপনার কাছ থেকে শুনলাম। আপনি আমাকে একটি ছবি দেন এবং এই মুহূর্তেই এই বিষয়ে ব্যবস্থা নেব।”

চট্টগ্রাম মহানগর কৃষক দলের নেতা আলমগীর বলেন, “১৭ বছর ধরে আমরা কিছু পাইনি ভাইয়া, আমাদেরকে একটু ছাড় দেন। আসুন আমরা সামনাসামনি বসে কথা বলি। এই নিউজটা করিয়েন না। এখানে অবৈধ কিছু হয়নি।”

পরিবেশবাদীরা বলছেন, সরকারি জমি ও খাল ভরাট করে এভাবে অবৈধ হাট বসানো শুধু আইনবিরুদ্ধই নয়, বরং এটি জলাবদ্ধতা এবং পরিবেশগত বিপর্যয়ের কারণ হতে পারে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড এবং বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com