বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:০১ অপরাহ্ন
মৌলভীবাজারে বেশি দামে পণ্য বিক্রি ও ভোজ্যতেল স্টকে রেখে ভোক্তাদের কাছে বিক্রি না করায় ভ্রাম্যমাণ আদালত একটি প্রতিষ্টানকে ১০হাজার টাকা অর্থদন্ড দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভোক্তার অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার পশ্চিমবাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনায় শহরের পশ্চিমবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
এ সময় ভোক্তার নিকট পণ্য যথাযথভাবে সরবারহ না করে মজুদ করার অপরাধে পশ্চিমবাজারের ইউনিক এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ১০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় অবৈধভাবে পণ্য মজুদ না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।