সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০৭ অপরাহ্ন
টাঙ্গাইলে বিনোদনকেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। গত ২ বছর করোনার কারণে নানা রকম সরকারি বিধিনিষেধ থাকলেও এ বছর বিনোদনকেন্দ্রগুলোতে কোনো বাধা নেই। ফলে ঈদ আনন্দ উপভোগ করতে উল্লাসে মেতেছেন নানা বয়সী মানুষজন। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীও বিনোদনকেন্দ্রগুলোতে কঠোর নজরদারিতে রেখেছে।
ঈদ আনন্দ উপভোগ করতে পরিবার-পরিজন নিয়ে ছুটে এসেছেন নানা বয়সী মানুষ। তিল ধারণের ঠাঁই নেই বিনোদন কেন্দ্রগুলোতে। করোনার কারণে গত ২ বছর স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি ছিল সরকারি নানা বিধিনিষেধ। ফলে অনেক মানুষ স্বাস্থ্যঝুঁকির কারণে বিনোদন কেন্দ্রসহ জনসমাগম এড়িয়ে চলেছে।
২ বছর পর করোনা পরিস্থিতি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ফলে মানুষজন পরিবার-পরিজন নিয়ে ঈদের ছুটি কাটাতে পরিবার-পরিজন নিয়ে বিনোদন পার্কগুলোতে ছুটে এসেছেন। অনেকে প্রিয়জনের সঙ্গে পার্কে বসে গল্পে মেতেছেন। আবার অনেকেই সেলফি তুলতে ব্যস্ত। টাঙ্গাইলের এসপি পার্ক, ডিসি লেক ও মহেড়া জমিদার বাড়িতে দুপুর গড়াতেই মানুষের ঢল নামে। বিভিন্ন উপজেলার শিশু কিশোরসহ নানা শ্রেণিপেশার বিনোদনপ্রেমী মানুষ উল্লাসে মেতে উঠেছিল।
এদিকে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ের গোরিলাবাড়ি এলাকায় যমুনা নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন উপজেলা থেকে দর্শনার্থীরা ভিড় করেছেন। যমুনার নতুন পানি দক্ষিণা বাতাস আর বাঁধাই করা নদীর পার যেন বিনোদনের বাড়তি মাত্রা যোগ হয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক মল্লিক জানান, ঈদ উপলক্ষে প্রত্যেকটি বিনোদনকেন্দ্রে হাজার হাজার মানুষের সমাগমে হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও বিনোদনকেন্দ্রগুলোতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নজরদারিতে রেখেছেন।