বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন
নরসিংদীর রায়পুরায় উত্তরবাখানগর ইউনিয়নের টেকপাড়া গ্রামের কৃষক মিস্টার মিয়ার দেড় কানি জায়গার পটল ক্ষেতের গুড়িঁ কেটে দিয়েছে দূর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে নরসিংদীর রায়পুরায় উত্তরবাখানগর ইউনিয়নের টেকপাড়া গ্রামে বুধবার রাতে। কৃষক মিস্টার মিয়ার দেড় কানি জমির পটল ক্ষেতের গুড়িঁ কেটে দিয়েছে কৃষক এর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষক মিস্টার মিয়া জানান, বৃহস্পতিবার সকালে পটল ক্ষেতে কাজ করতে এসে দেখি আমার দেড় কানি পটল ক্ষেতের সব গাছে গুড়ি গুলো কাটা পড়ে রয়েছে। আমার মোট দেড় কানি পটল ক্ষেত নষ্ট করে দিয়েছে কে বা কারা এখন আমি কি করব জানিনা। আমার প্রতিপক্ষ শুক্ররা এ ঘটনা ঘটাতে পারে। আমার সব ক্ষেত মিলে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাই নয় আমার একটি খেড়ের পাড়া ও আগুন দিয়ে জালিয়ে দিয়েছে। আমি প্রশাসনের নিকট এর বিচার দাবী করছি।