রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
রাজশাহী জেলার পুলিশ সুপার , এ বি এম মাসুদ হোসেন , বিপিএম বারের দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার , সনাতন চক্রবর্তী ক্রাইম & অপসের সার্বিক তত্বাবধানে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার , গোদাগাড়ী সার্কেল , ও তানোর থানার অফিসার ইনচার্জ , কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে সাজাপ্রাপ্ত আসামী ১।মোঃসুমন আলী, পিতা-মোঃ সাফিউল ইসলাম, সাং-বনকেশর, পোঃ পাকচাঁদপুর, থানা- তানোর, জেলা –রাজশাহী, তানোর থানায় গ্রেফতার করা হয়।
মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করে গোপন সংবাদের মাধ্যমে GR-W/A মূলে ০৩ (তিন) মাসের সাজাপ্রাপ্ত ০১জন আসামী ১। মোঃ সুমন আলী, পিতা-মোঃ সাফিউল ইসলাম, সাং-বনকেশর, পোঃ পাকচাঁদপুর, থানা- তানোর, জেলা –রাজশাহীকে গ্রেফতার করতঃ অদ্য ইং ০৩/০৫/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।