বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
ঈদে সুবিধাবঞ্চিত পথ শিশুদের মাঝে নতুন পোষাক বিতরণ করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা।গতকাল (২৭ এপ্রিল) বুধবার এসব সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয় ”মেহদিও রঙ্গে নতুন বসনে” নামে ইভেন্ট এর মাধ্যমে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে ৩০জন পথ শিশুদের নতুন পোষাক বিতরণ করা হয়। এসময় ঈদ আনন্দ রাঙ্গিয়ে দিতে শিশুদের হাতে মেহেদি পরিয়ে দেন ভলান্টিয়ার সদস্যরা।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন ভিবিডি সিলেট ডিভিশনাল বোর্ডের ভাইস প্রেসিডন্ট, ভিবিডি এল্যুমনাই এসোসিয়েশনের সদস্য এবং ভিবিডি মৌলভীবাজারের বোর্ড, কমিটি ও সাধারন সেচ্ছাসেবীরা। সকলের সন্মিলিত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচী সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখায় সভাপতি আরিফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ নাদির হোসেন, সাধারন সম্পাদক শুভ মিয়া, কোষাধক্ষ্য নাজমুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা জান্নাত রিয়া, মানব সম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান তন্ময়, জনসংযোগ কর্মকর্তা তাওহিদা সুরাইয়া জুথি উপস্থিত ছিলেন