সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
দৈনিক আলোর জগত পত্রিকার সম্পাদক-প্রকাশক ফারুক আলম তালুকদারের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল মানুষ-হাতি সংঘাত নিরসন ও বন্য প্রাণী রক্ষায় প্রশংসনীয় ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা,মেহরাজ উদ্দীন অপারেশন ডেভিল হান্টে চকরিয়ার আ.লীগের ১৫ নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যান নবী হোছাইন গ্রেপ্তার ভবন মালিক এসোসিয়েশন’র কমিটি গঠন আহবায়ক- আবুল হাশেম,সাংগঠনিক-আব্বাস উদ্দিন আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাটি ও ছনখরের ঘর চারঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী জয় দেশীয় অস্ত্রসহ আটক প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করতে চান ব্রিটিশ নাগরিকরা ময়লার স্তুুপ ও দূরগন্ধে জরাজীর্ণ পুঠিয়ার বানেশ্বর হাট বাঘায় সাবেক পৌর মেয়র মুক্তা ও পৌর আ.লীগের সম্পাদক বাপ্পি গ্রেপ্তার গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানায় অস্থিতিশীলতা

পানির জন্য হাহাকার খুলনায় জলবায়ু পরিবর্তন হুমকিতে উপকূলীয় মানুষের জীবনযাত্রা

খুলনায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে হুমকির মুখে পড়েছে উপকূলীয় দাকপ,কয়রা,পাইকগাছার মানুষের জীবনযাত্রা হাহাকার করছে হাজার হাজার মানুষ পানির জন্য। নদ-নদী ও বেশিরভাগ সরকারি খাল ভরাট হয়ে যাওয়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে প্রতিবছর যুক্ত হচ্ছে নতুন নতুন এলাকা। বেড়েছে লবণাক্ততা, ফলে হ্রাস পেয়েছে কৃষি ফসল উৎপাদন, বিলুপ্ত হয়েছে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ, তীব্র সংকট দেখা দিয়েছে সুপেয় পানির।

কর্মসংস্থানের অভাবে প্রতিবছর হাজার হাজার মানুষ মাইগ্রেশন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে মানুষের জীবনযাত্রার মান বাড়াতে প্রয়োজন জাতীয় এবং স্থানীয় সহ সকল উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু প্রতিরোধ ও সহনশীল বিষয়কে অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়ন করা।

তথ্য অনুযায়ী, গত দুই দশকেরও বেশি সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে উপকূলীয় অ লের হাজার হাজার সাধারণ মানুষের জীবনযাত্রা সহ সকল ক্ষেত্রে।ইতোমধ্যে অত্র এলাকার ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদ এবং শিবসার আংশিক ভরাট হয়ে গিয়েছে। এর ফলে দীর্ঘদিন বিচ্ছিন্ন রয়েছে নৌ-পথের যোগাযোগ ব্যবস্থা।

একটা সময় ছিল যখন দক্ষিণ উপকূলীয় অ লের মানুষের যাতায়াত ও মালামাল পরিবহনে অন্যতম মাধ্যম ছিল নৌ-পথ।গত এক দশকেরও বেশি সময় দাকপ, কয়রা,পাইকগাছার সাথে খুলনাসহ অন্যান্য স্থানের নৌ-যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে বিশেষ করে মালামাল পরিবহনে দুর্ভোগ এবং পরিবহন খরচ বেড়েছে।

এছাড়া অত্র উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার যে সকল সরকারি খাল ছিল সেসব বেশিরভাগ খাল ইতোমধ্যে ভরাট হয়ে সমতল ভূমিতে পরিণত হয়েছে। ফলে পানি সরবরাহ ব্যবস্থা বিঘ্রিত হওয়ায় প্রতিবছর জলাবদ্ধতা সৃৃষ্টি ও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নদী ও খালে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো এমন অসংখ্য পরিবার পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

অনেকেই আবার বেকার হয়ে পড়েছে। বেড়েছে লবণাক্ততা। ফলে প্রকৃতি থেকে হারিয়ে গিয়েছে। বিভিন্ন ধরণের গাছ-পালা ও দেশীয় মাছের প্রজাতি। সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে কৃষি এবং জনস্বাস্থ্যের উপর। প্রতিটি ইউনিয়নেই রয়েছে সুপেয় পানির তীব্র সংকট। প্রত্যন্ত এলাকার মানুষ পুকুর ও জলাশয়ের পানি পান করছে।

হ্রাস পেয়েছে কৃষি ফসল উৎপাদন। ইতোমধ্যে লবণ সহিষ্ণু বিভিন্ন জাত উদ্ভাবন হলেও লবণাক্ততার কারণে প্রতিবছর আমন এবং বোরো মৌসুমে হাজার হাজার হেক্টর জমি ফসল উৎপাদন না করে পতিত রাখা হয়। কর্মসংস্থানের অভাবে প্রতিবছর হাজার হাজার মানুষ কাজের সন্ধানে প্রতিবেশী দেশ ভারতসহ দেশের বিভিন্ন স্থানে মাইগ্রেশন হচ্ছে। এতে সামাজিক ও পারিবারিক সম্প্রীতির উপর পড়ছে বিরুপ প্রভাব।

প্রায় সকল ক্ষেত্রেই জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব পড়েছে। যার কারণে হুমকির মুখে রয়েছে উপকূলীয় জনপদের মানুষের জীবনযাত্রা। উপকূলীয় এ জনপদের মানুষের সুন্দর জীবন যাপনসহ জীবনযাত্রার মান বাড়াতে প্রয়োজন সকল উন্নয়ন পরিকল্পনায় জলবায়ু পরিবর্তন প্রতিরোধজনিত বিষয়গুলিকে অগ্রাধিকার দিয়ে সে মোতাবেক পরিকল্পনা গ্রহণ বাস্তবায়ন করা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com