মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
ফেনী প্রতিনিধি
ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ফেনীর বন্যাকবলিত জনগণের পাশে দেশের বিভিন্ন জায়গার মানুষ দাঁড়িয়েছিল বলে এই ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব হয়েছে। বন্যার মাত্র ৩ মাসের ভেতর ফেনী ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, এটিই ফেনীর মানুষের প্রকৃত শক্তি।
সোমবার (১০ মার্চ) ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রজেক্ট ও আগাম বন্যায় জরুরি সতর্কতা এবং আশ্রয়ের করণীয় নিয়ে এক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথা বলেন। ওয়ার্কশপের আয়োজন করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
জেলা প্রশাসক আরও বলেন, কোনোপ্রকার সংকেত এবং আগাম প্রস্তুতি না থাকায় ফেনীর মানুষ ভয়াবহ বন্যার কবলে পড়েছে। মাটি ও বালু দস্যুদের কারণে বন্যায় ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বন্যার সময় টেলি কমিউনিকেশন সমস্যা, সেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়তার অভাব, আইপিএস কিংবা সোলারের পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা না থাকা, উদ্ধার কার্যক্রমের যন্ত্রপাতি অভাবসহ নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন তিনি।
ইউএনডিপি ন্যাশনাল কনসালটেন্ট কামাল হোসেনের সঞ্চালনায় ও সংস্থাটির সহকারী আবাসিক প্রতিনিধি সর্দার এম. আসাদুজ্জামানের সভাপতিত্বে ওয়ার্কশপে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মনজুর আহসান, ইউএনডিপি’র প্রজেক্ট ম্যানেজার অপূর্ব স্বাতী মাহবুব, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, ইউএনডিপির ফেনী কো-অর্ডিনেটর মোহাম্মদ মোস্তফা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফেনী বন্যা পুনর্বাসন প্রতিনিধি সাগরসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি ও ইউএনডিপির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত সুবিধাভোগী বেশকিছু পরিবার।