মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
নরসিংদীর শিবপুরের ঐতিহ্যবাহী বাজনাব আবুল ফয়েজ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লার অর্থায়নে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে। মনোরম পরিবেশে ব্যাপক প্রস্তুতি নিয়ে কয়েক শতাধিক উপস্থিতিতে উন্নত মানের ইফতার করানো হয়।
গতকাল নরসিংদীর শিবপুরের ঐতিহ্যবাহী বাজনাব আবুল ফয়েজ উচ্চ বিদ্যালয়ের হাজী নুরুল ইসলাম মিলনায়তনে শিক্ষক সহ কয়েক শতাধিক মুসল্লিদেরকে ইফতার করিয়েছেন নরসিংদী জেলা যুবলীগের সহসভাপতি, ঐতিহ্যবাহী বাজনাব আবুল ফয়েজ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব সামসুল ইসলাম মোল্লা।
এ সয়ম উপস্থিত শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাব হোসেন, নরসিংদী জেলা যুবলীগের নেতা নুর মোহাম্মদ, জেলা যুবলীগ নেতা তরুন শিল্পপতি বিশিষ্ট সমাজ সেবক নাসির উদ্দিন সহ আলেম,শিক্ষক,স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।