শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।

ভুরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে সুপারির হাট, শিক্ষা কার্যক্রম ব‍্যাহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও ভুরুঙ্গামারী সরকারি প্রাথমিক বিদ‍্যালয় ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের মাঠে সপ্তাহে দু’দিন বসানে হয় সুপারির হাট। যার ফলে শিক্ষার্থীদের শরীর চর্চা মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। মাঠটি হতে এ সুপারির হাট সরানোর জন্য ভূরুঙ্গামারি উপজেলা নির্বহী অফিসার ও স্কুলটির সভাপতি বরাবর লিখিত আবেদন করেছেন ভূরুঙ্গামারী ফুটবল একাডেমীর পরিচালক শ্রী গণেশ চন্দ্র প্রসাদ।

লিখিত অভিযোগে জানা যায়, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মাঠটিতে সপ্তাহে দুই দিন (শনিবার ও মঙ্গলবার) শুপারির হাট বসিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মক ভাবে বিঘ্নিত করা হচ্ছে। উল্লেখিত হাটের দিন ২ টিতে শুপারি পরিবহনের জন্য স্কুলের প্রবেশ পথ ও মাঠে নছিমন, করিমন, ট্রোলী ও ভটভটিসহ বিভিন্ন ধরনের বিপজ্জনক যানবাহন যাতায়াত করে অনবরত। যা কোমলমতি শিক্ষার্থীদের জন্য মারাত্মক হুমকির সৃষ্টি করছে।

ছাত্র-ছাত্রীরা জানায়, হাট শেষে মাঠের পরিবেশ এতোটাই নোংরা হয় যে সেখানে খেলাধুলা করার মতো কোন পরিবেশ থাকে না। শুধু তাই নয় মাঠে হাট বসানোর কারনে সুনামধন্য ভূরুঙ্গামারী ফুটবল একাডেমির কার্যক্রমটি হাট বসানোর পর থেকে বন্ধ হয়ে গেছে। তাই দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের মাঠ হতে শুপারির হাট উচ্ছেদ করে পূর্বের পরিবেশ ফিরে পেতে চায় ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার শর্মা জানান, করোনার কারণে হাটটি স্কুল মাঠে বসানো হয়েছিলো। বর্তমানেও কিছুটা করোনার প্রকোপ থাকায় এখনো শুপারির হাটটি ঐ মাঠেই রয়েছে।

ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান মহোদয়ের বাসস্থান এই প্রতিষ্ঠানের পূর্ব পাশেই এতেও তিনিও বিষয় টি আমলে নেননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com